বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত বন্দে মাতরম গানের ১৫০ তম বর্ষ উদযাপন করা হয় বিলোনীয়ায়..
- Haduk
- Nov 7
- 1 min read

বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত বন্দে মাতরম গানের ১৫০ তম বর্ষ উদযাপন করা হয় বিলোনীয়া। শুক্রবার সকাল ১০'৪৫ মিনিটে বিলোনীয়া শচীন দেববর্মন অডিটোরিয়াম মুক্ত মঞ্চের সামনে দাড়িয়ে উপস্থিত ছাত্র ছাত্রীদের নিয়ে অতিথিরা বন্দে মাতরম গানে পরিবেশন করেন।

পরবর্তী সময়ে শচীন দেববর্মন অডিটোরিয়াম মঞ্চে প্রদীপ প্রজ্বলন, ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে অনুষ্টানের সূচনা করেন মঞ্চে উপবিষ্ট অতিথিরা। অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের হাত দিয়ে বন্দে মাতরম গান কবে রচিত হয়েছে সে সব বিষয় সহ আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন মন্ত্রী শুক্লা চরন নোয়াতিয়া।

আলোচনার পর প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি আলোচনা শোনেন উপস্হিত অতিথি ও ছাত্র ছাত্রীরা।দক্ষিণ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লা চরন নোয়াতিয়া, দক্ষিণ জেলার জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, দক্ষিণ জেলার জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি, বিলোনীয়া পুরপরিষদের শিক্ষা বিষয়ক স্হায়ী কমিটির সভাপতি অনুপম চক্রবর্তী, সহ সভাধিপতি তপন দেবনাথ সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।





