top of page

শিক্ষার শিক্ষকরা চাকরিতে নির্মিতকরণের জন্য ত্রিপুরা উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেন..

  • Writer: Haduk
    Haduk
  • Nov 7
  • 1 min read
ree

ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী সংঘ শুক্রবার আগরতলার প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন। ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারীর সংঘের সভাপতি সেন্টু দাস, সাধারণ সম্পাদক কংশ রাম রিয়াং,কোষাধক্ষ্য প্রণব রায় চৌধুরী,। এই দিনের সাংবাদিক সম্মেলনে সভাপতি জানান.


২০১৫ সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলেসমগ্র শিক্ষার শিক্ষকরা চাকরিতে নির্মিতকরণের জন্য ত্রিপুরা উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেন। পরবর্তী সময়ে সমগ্র শিক্ষার শিক্ষকরা 2017 সালের কয়লা অগাস্ট থেকে ৭ই অগাস্ট পর্যন্ত আগরতলার ওরিয়েন্ট চৌমনীতে অস্থায়ী মঞ্চ বানিয়ে চাকরিতে নিয়মিতকরণের জন্য আমরণ অনশন কর্মসূচি পরিণত করেন।


২০১৮ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনের প্রাক্কালে জনতা পার্টির তাদের ভীষণ ডকুমেন্টে চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়মিত করণ তথা সমগ্র শিক্ষা প্রকল্পের শিক্ষকদের চাকুরীর বিবরনের কথা উল্লেখ করেন কিন্তু এখনো পর্যন্ত নিয়মিত করা হয়নি। এই বিষয়ে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর বারে নভেম্বর পর্যন্ত এী পাক্ষিক আলোচনায় না বসেন তাহলে আগামী ১২ই নভেম্বর আগরতলার রবীন্দ্র ভবনের সামনে থেকে মিছিল করে বিদ্যালয় শিক্ষা অধি কর্তার নিকট ডেপুটেশনে মিলিত হবে বলে জানান।

 
 
bottom of page