top of page

ইন্দ্রনগর ৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কবরখলা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের কাজ শুরু..

  • Writer: Haduk
    Haduk
  • Nov 6
  • 1 min read
ree

স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার ওই কাজের অগ্রগতি ও পরিদর্শনের জন্য উপস্থিত হন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সঙ্গে ছিলেন ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্পা সেন সরকার। এছাড়াও এলাকাবাসী এবং স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ভাইয়েরা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন। মেয়র জানান, পুর নিগম নাগরিকদের মৌলিক সুবিধা নিশ্চিত করতে প্রতিটি ওয়ার্ডে ধাপে ধাপে জল সরবরাহ ব্যবস্থার উন্নয়ন করছে।তিনি আশা প্রকাশ করেন, এই নতুন পানীয় জল প্রকল্প চালু হলে কবরখলা এলাকার মানুষ দীর্ঘদিনের জলের সংকট থেকে মুক্তি পাবেন।

ree

 
 
bottom of page