এবছর রাজ্যে ছয় হাজার কৃষকে দিয়ে এআরসি পদ্ধতিতে আলু চাষের লক্ষ্যমাত্রা
- Haduk
- Nov 6
- 1 min read

এআরসি পদ্ধতিতে আলু চাষকে রাজ্যের আরো ব্যাপক অংশের কৃষকদের মধ্যে ছড়িয়ে দিতে কাজ করছে রাজধানী আগরতলা নাগীছড়া এলাকার রাজ্যিক উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্র। তাদের এই কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার গোমতী জেলার অমরপুর এলাকায় এআরসি পদ্ধতিতে আলু চাষ বিষয়ক একদিনের এক কর্মশালা অনুষ্ঠিত হয়। অমরপুর কৃষি মহকুমার উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় স্থানীয় এলাকায় প্রায় ৬০জন কৃষাণ-কৃষাণী উপস্থিত ছিলেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন স্থানীয় অমরপুর বিধানসভার বিধায়ক রঞ্জিত দাস, অমরপুর নগরপঞ্চায়েতের চেয়ারম্যান বিকাশ সাহা, অমরপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন সুচিত্রা দাস। কর্মশালায় বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যিক উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্র'র প্রধান ড রাজীব ঘোষ, সহ-অধিকর্তা এ আর সি'র নুডাল অফিসার অরিন মজুমদার, সহ-অধিকর্তা অবিনাশ দাস, অমরপুর কৃষি মহাকুমার কৃষি তত্ত্বাবধায়ক শমিত ভট্টাচাৰ্য সহ অন্যান্য কৃষি অধিকারীরা।
কর্মশালার শেষে বিধায়ক রঞ্জিত দাস নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন, আলু চাষ'র জন্য এ আর সি পদ্ধতি সময় উপযুক্ত, এই পদ্ধতিতে চাষীরা চাষ করলে আরও বেশি লাভবান হবেন। এবছর অমরপুরে প্রথম বার এই পদ্ধতিতে আলু চাষ হবে, চাষীরাও লাভবান হবেন বলে আশা ব্যক্ত করেন।
উপস্থিত কৃষকরা আগ্রহের সঙ্গে বিশেষজ্ঞদের পরামর্শ শুনেন। পাশাপাশি কৃষকরা তাদের মনে আশা নানা প্রশ্ন জিজ্ঞাসা করেন বিশেজ্ঞদের, তারা কৃষকদের প্রশ্নের জবাব দেন। অমরপুর কৃষি মহকুমা অফিসের কনফারেন্স হলে কর্মশালাটির আয়োজন করা হয়।





