সিপিআইএম ও তিপ্রা মথা সহ বিভিন্ন দলের ৩৭৫ পরিবারের মোট ১৪০৬ জন কর্মী ও সমর্থক বিজেপির পতাকা হাতে তুলে নিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন...
- Haduk
- Oct 28
- 1 min read

সিমনায় বিজেপিতে যোগ ৩৭৫ পরিবারের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে জনজোয়ার এডিসি নির্বাচন যতই ঘনিয়ে আসছে, রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিজেপিতে যোগদানের ঢেউ আরও জোরদার হচ্ছে। মঙ্গলবার পশ্চিম ত্রিপুরার সিমনা মণ্ডলের উদ্যোগে আয়োজিত এক যোগদান সভায় এই চিত্র আরও একবার স্পষ্ট হলো। সিমনা পঞ্চবতী মৈত্রী কমিউনিটি হলে আয়োজিত এই সভায় সিপিআইএম ও তিপ্রা মথা সহ বিভিন্ন দলের ৩৭৫ পরিবারের মোট ১৪০৬ জন কর্মী ও সমর্থক বিজেপির পতাকা হাতে তুলে নিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, প্রাক্তন সাংসদ রেবতি ত্রিপুরা সহ দলের শীর্ষ নেতৃত্ব। মুখ্যমন্ত্রী ও অন্যান্য অতিথিবৃন্দ নবাগত কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের স্বাগত জানান।সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, “জনজাতি অধ্যুষিত এলাকার গরিব মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একলব্য মডেল স্কুল ও আশ্রম বিদ্যালয়ের মাধ্যমে জনজাতি ছাত্রছাত্রীদের বিনামূল্যে উচ্চ শিক্ষার সুযোগ করে দেওয়া হচ্ছে।”
অন্যদিকে, মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা তাঁর বক্তব্যে বলেন, “রাজ্যের জনজাতি মহিলাদের আত্মনির্ভর করে তুলতে মুখ্যমন্ত্রী মিশন প্রকল্পের মাধ্যমে একাধিক উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। জনজাতি সমাজের সম্মান, অধিকার ও উন্নয়নের জন্য রাজ্য সরকার প্রতিনিয়ত কাজ করছে।”সভাস্থলজুড়ে ছিল উৎসাহ ও উচ্ছ্বাসের আবহ। নবাগত সদস্যরা বিজেপির উন্নয়নমুখী নীতিতে আস্থা রেখে দলীয় পতাকা হাতে তুলে নেন এবং আসন্ন এডিসি নির্বাচনে বিজেপিকে জয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।এই যোগদান সভার মাধ্যমে আবারও স্পষ্ট হলো — পাহাড় ও উপত্যকা জুড়ে ধীরে ধীরে মজবুত হচ্ছে বিজেপির সংগঠনভিত্তি, আর তৃণমূল পর্যায়ে দলের প্রতি মানুষের আস্থা দিন দিন বেড়েই চলেছে।





