top of page

ঠিকাদার আব্দুল মান্নানের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনে বিধায়ক বিরজীৎ সিনহা সহ ৯ জনের বিরুদ্ধে থানায় ডেপুটেশন...

  • Writer: Haduk
    Haduk
  • Oct 27
  • 1 min read
ree

আব্দুল মান্নানের বিরুদ্ধে মিছিল করে কৈলাসহর থানায় পাইতুরবাজার এলাকার মানুষ।


কৈলাসহরে উত্তেজনা, ঠিকাদার আব্দুল মান্নানের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনে বিধায়ক বিরজীৎ সিনহা সহ ৯ জনের বিরুদ্ধে থানায় ডেপুটেশন।


কৈলাসহর মহকুমায় ফের উত্তেজনা ছড়িয়েছে। ঠিকাদার মোঃ আব্দুল মান্নান ও তার সহযোগীদের বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ—তারা পাইতুরবাজার ও দুর্গাপুর এলাকায় দুষ্কৃতীদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, স্থানীয় মানুষকে ভয় দেখাচ্ছেন এবং নিম্নমানের নির্মাণকাজের প্রতিবাদ করলে ২০১৩ সালের মতো দাঙ্গা বাধানোর হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করে ৪৫জন স্থানীয় বাসিন্দা ভারত মাতার স্লোগান দিয়ে কৈলাসহর থানার ওসি তাপস মালাকারের কাছে ডেপুটেশন দেন রাত প্রায় ৯টা নাগাদ।

ree

অভিযোগ, মহিলা হোস্টেল নির্মাণস্থলে প্রতিদিন মদ্যপান ও অসামাজিক কার্যকলাপ চলছে। কয়েক মাস আগে এক হিন্দু মহিলার উপর হামলার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। ২৬ অক্টোবর দিনদুপুরে ধারালো অস্ত্র হাতে দুষ্কৃতী দল নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি করলেও পুলিশ নীরব ছিল বলে অভিযোগ।

ree

স্থানীয়দের দাবি, মান্নান কংগ্রেস বিধায়ক বিরজিত সিনহার ঘনিষ্ঠ এবং রাজনৈতিক আশ্রয়েই এভাবে দাপিয়ে বেড়াচ্ছেন। ক্ষুব্ধ নাগরিকরা অভিযুক্তদের বিরুদ্ধে এফ.আই.আর. দায়ের ও দ্রুত আইনানুগ পদক্ষেপের দাবি জানিয়েছেন। ঠিকাদার আব্দুল মান্নান,বিধায়ক বিরজীৎ সিনহার নাম সহ মোট ৯ জনের নামে তারা অভিযোগ দায়ের করেন।

 
 
bottom of page