ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন পশ্চিম জেলার আহ্বানে জেলা শাসকের নিকট এক গণ ডেপুটেশন ...
- Haduk
- Oct 29
- 1 min read

গৃহহীনদের পাকা ঘর প্রদানে জিও ট্যাগিং-এর ক্ষেত্রে বৈষম্য বন্ধ করা, রেগায় ২০০ দিনের কাজ, ৩৪০ টাকা মজুরী প্রদান-সহ ৭ দফা দাবিতে বুধবার ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন পশ্চিম জেলার আহ্বানে জেলা শাসকের নিকট এক গণ ডেপুটেশন প্রদান করা হয়।
এদিন একটি মিছিল মেলারমাঠ ভানু ঘোষ স্মৃতি ভবন থেকে বের হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে জেলা শাসকের নিকট গণ ডেপুটেশন প্রদান করে।প্রসঙ্গত ২৮ ২৯ ও ৩০ অক্টোবর এই তিন দিন রাজ্যের আটটি জেলায় এই গণ ডেপুটেশন সংগঠিত করবে তারা। রাজ্য সম্পাদক শ্যামল দে





