top of page

বিশ্রামগঞ্জ থানার নাকা চেকিং এর সময় একটি গাড়ি তল্লাশি করে সে গাড়ি থেকে ১৫ লক্ষ টাকা এবং সঙ্গে দুজনকে আটক করা হয়

  • Writer: Haduk
    Haduk
  • Oct 25
  • 1 min read
ree

১৫ লক্ষ টাকা সহ গ্রেফতার বিশ্রামগঞ্জ থানার হাতে মেলাঘরের কাপড় ব্যবসায়ী শান্তনু সাহা তার গাড়ি চালক মেলাঘর চন্ডিগড়ের শাহিন মিয়া!অন্যদিকে গ্রেপ্তার হওয়া শাহিন মিয়ার বাড়ি থেকে মেলাঘর থানা উদ্ধার করে নেশা জাতীয় এসকপ সিরাপ!!


ঘটনার বিবরণী জানা যায় গতকাল বিশ্রামগঞ্জ থানার নাকা চেকিং এর সময় একটি গাড়ি তল্লাশি করে সে গাড়ি থেকে ১৫ লক্ষ টাকা এবং সঙ্গে দুজনকে আটক করা হয়। একজনের নাম শান্তনু সাহা যার বাড়ি মেলাগর সূত্রধর পাড়া। সে একজন কাপড় ব্যবসায়ী। অন্যজন হলেন মেলাঘর চন্ডিগড় স্থিত সিরাজ মিয়ার ছেলে শাহিন মিয়া। তাদের আটক করার পর মেলাঘর থানার ওসি জয়ন্ত দাস এর কাছে একটি খবর আসে চন্ডীগড়স্হিত শাহীন মিয়ার বাড়িতে অবৈধ নেশা জাতীয় এসকপ মজুদ রয়েছে। এই খবর পেয়ে মেলা থানার ওসি জয়ন্ত দাস, এসআই সুবির সাহা, অসিত ভট্টাচার্য, রাম কিষণ, সোনামুরা এসডিএম অফিসের ডিসিএম সহ বিশাল পুলিশ বাহিনীকে নিয়ে শাহিনীর বাড়িতে তল্লাশি চালায়।প্রথমে তার ঘর তল্লাশি করে কিছু না পাওয়া গেলেও পরবর্তীকাল তার বাড়ির উঠোনে TR02K-0556 নম্বরের বোলেরো গাড়ি থেকে চার কাটুন নেশা জাতীয় এসকপ সিরাপ উদ্ধার করে। পরবর্তীকালে কার্টুন খুলে হিসাব করে দেখা যায় ৬০০ বোতল এসকপ। আর এই নেশাজাতীয় এসকপ গুলি সঙ্গে বোলারো গাড়ি, এবং শাহিন মিয়ার ছোট ভাই ইলিয়াস মিয়াকে মেলাঘর থানা নিয়ে আসা হয়। এই বিষয়ে মেলাঘর থানার ওসি জয়ন্ত দাস পুরো তথ্য তুলে ধরেন।

 
 
bottom of page