জিরানিয়া ফ্যান্সি কাণ্ডে ধৃত মূল অভিযুক্ত অরুন কুমার ঘোষ কে আগরতলায় আনা হলো
- Haduk
- Nov 4
- 2 min read

জিরানীয়া রেল স্টেশনে একমাল গাড়ির দুই বগি থেকে কোটি কোটি টাকা মূল্যের নেশা সামগ্রী উদ্ধারের ঘটনায় মূল অভিযুক্ত অরুন কুমার ঘোষ কে ক্রাইম ব্রাঞ্চ কলকাতা থেকে গ্রেফতার করে ।সোমবারই তাকে গ্রেফতার করা হয় ।মঙ্গলবার ট্রানজিট রিমান্ডে তাকে আগরতলায় উড়িয়ে আনা হয় ।এই প্রসঙ্গে এদিন আগরতলার এমবিবি বিমানবন্দরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় ।১৬ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ জিয়ানিয়া রেল স্টেশনে দিল্লি থেকে আগরতলায় আগত একটি মাল গাড়ির দুটি বগি তল্লাশি চালায় ।তল্লাশি চালিয়ে পুলিশ বহু কোটি টাকা মূল্যের নিষিদ্ধ সিরাপ উদ্ধার করে। পুলিশ জানতে পারে, দিল্লি থেকে আগরতলা গামী সংশ্লিষ্ট মালগাড়ির সংশ্লিষ্ট দুটি বগি অরুন কুমার ঘোষের নামে বুক করা হয়েছিল ।রাজধানীর ধলেশ্বর ১০ নম্বর রোড এলাকার ট্রান্সপোর্ট ব্যবসায়ী অরুণ কুমার ঘোষ ।তার ট্রান্সপোর্টের দুটি সংস্থা রয়েছে ।একটি সংস্থার নাম ঘোষ লজিস্টিক ,অপর একটি সংস্থার নাম শ্রীকৃষ্ণ রোডওয়েজ।এই দুই ট্রান্সপোর্ট কোম্পানির আড়ালে নেশার কফ সিরাপ আনতো অরুন ঘোষ ।গত ১৬ অক্টোবর এই নেশা সামগ্রী উদ্ধারের ঘটনার দিনও সে আগরতলায় ছিল বলে পুলিশ জানতে পারে। কিন্তু এরপর দিন থেকেই সে পলাতক ছিল। পরে রাজ্য পুলিশে ক্রাইম ব্রাঞ্চ সংশ্লিষ্ট মামলাটি হাতে নিয়ে অরুন কুমার ঘোষের বাড়িতে অভিযান চালায় ।অভিযান কালে বেশ কিছু নথী ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা উদ্ধার করতে সমর্থ হয় ।এই নথির ভিত্তিতে পরবর্তী সময়ে ক্রাইম ব্রাঞ্চ মহারাজগঞ্জ বাজার এলাকার মিল্টন ঘোষের বাড়িতে অভিযান চালায় ।অভিযান কালে পুলিশ মিলটন ঘোষ কেও পায়নি ।তবে তার বাড়ি থেকেও বেশকিছু নথি পুলিশ উদ্ধার করে। উদ্ধারকৃত এই নথিগুলির সূত্র ধরেই পুলিশ জানতে পারে ,এই নেশা কান্ডের মূল অভিযুক্ত অরুন কুমার ঘোষ কলকাতায় গা ঢাকা দিয়ে রয়েছে ।পুলিশ আরো জানতে পারে ,এই ঘটনায় দিল্লির একজন ব্যবসায়ীও জড়িত ।তার নাম হিমাংশু ঝা , ওরফে সোনো। সেই মতো ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা দুটি বিশেষ টিম গঠন করে দিল্লি এবং কলকাতায় অভিযান চালায়। দিল্লি থেকে হিমাংশু ঝাকে গ্রেফতার করা হয় ।তাকে সোমবারই আগরতলায় উড়িয়ে আনা হয় ।মূল অভিযুক্ত অরুন কুমার ঘোষ কে সোমবার কলকাতা থেকে গ্রেফতার করা হয় ।মঙ্গলবার তাকে বিমানযোগে আগরতলায় উড়িয়ে আনা হয় ।এদিন এমবিবি বিমানবন্দরে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে প্লেন থেকে নামিয়ে তাকে পুলিশ এসকটে তোলা হয় ।এই প্রসঙ্গে ক্রাইম ব্রাঞ্চের আধিকারিক রুহুল আলম জানান ,সোমবার কলকাতার নাগেরবাজার থেকে অরুণ কুমার ঘোষ কে গ্রেফতার করা হয় ।ট্রানজিট রিমান্ডে তাকে আগরতলায় আনা হয়েছে ।ধৃত অভিযুক্তকে আজই আদালতে সোপর্দ করা হবে কিনা সেই প্রসঙ্গে স্পষ্ট করে কিছু বলতে পারেননি ক্রাইম ব্রাঞ্চের আধিকারিক রুহুল আলম।

প্রসঙ্গত উল্লেখ্য যে জিরানিয়া রেল স্টেশনে রেল যোগে নেশা সামগ্রী আমদানি কাণ্ডে তদন্ত চালিয়ে এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে ক্রাইম ব্রাঞ্চ ।ধৃতদের মধ্যে তৃতীয় জন হল রাজিব দাশগুপ্ত ।তাকে আগরতলা থেকে গ্রেফতার করা হয়।এই ঘটনায় মিলটন ঘোষ এখনো পলাতক।





