top of page

অভিযুক্তদের গ্রেফতার করছে না পুলিশ তাই আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান সভানেত্রী দেবশ্রী কলই...

  • Writer: Haduk
    Haduk
  • Nov 6
  • 1 min read
ree

উত্তর জেলায় বি এম এস কার্যালয়ে প্রশাসনের তালা এই ঘটনার তীব্র নিন্দা জানান ভারতীয় মজদুর সংঘের সভানেত্রী দেবশ্রী কলই। বৃহস্পতিবার আগরতলার বিদুর কর্তা চৌমুহনী ভারতীয় মজদূর সংঘের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান পাশাপাশি তিনি আরো বলেন যারা এই ঘটনার সাথে জড়িত তাদের নাম সহ থানায় মামলা করা হলেও এখনো অভিযুক্তদের গ্রেফতার করছে না পুলিশ তাই আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান সভানেত্রী দেবশ্রী কলই।

 
 
bottom of page