top of page

অযোধ্যায় রামমন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, বললেন— “স্বপ্নপূরণের দিন আজ”

  • Writer: Haduk
    Haduk
  • Oct 17
  • 1 min read
ree

অযোধ্যার ঐতিহাসিক ভূমিতে আজ ভগবান রামলালার দর্শন লাভ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী প্রথমে হনুমান গড়ি মন্দিরে পুজো দেন, এরপর রামমন্দিরে গিয়ে রামলালার দর্শন করেন এবং ত্রিপুরা সহ সমগ্র দেশের মানুষের শান্তি, ঐক্য ও কল্যাণের জন্য প্রার্থনা জানান।


পরে মুখ্যমন্ত্রী বলেন, “ভগবান রামলালার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি বহুদিন ধরে অপেক্ষা করছিলাম। এর আগেও দর্শনের চেষ্টা করেছিলাম, কিন্তু ভিড়ের কারণে সম্ভব হয়নি। অবশেষে আজ সেই স্বপ্ন পূরণ হলো।”


ডাঃ সাহা আরও জানান, “রামলালার দর্শনের আগে আমি হনুমানজির আশীর্বাদ নিতে এসেছিলাম। আমি যখন লখনৌতে কলেজে পড়তাম, তখনও অযোধ্যা আসার ইচ্ছে ছিল, কিন্তু তখন আসা হয়নি। সবাই বলেছিল, সময় এলে সবকিছুই সম্ভব হয় — আজ সত্যিই তাই মনে হচ্ছে।”


তিনি বলেন, “আমি ভগবান রাম ও হনুমানের কাছে ত্রিপুরা তথা সমগ্র ভারতের মানুষের মঙ্গল কামনা করেছি। পাশাপাশি উত্তর প্রদেশের জনগণকেও আন্তরিক অভিনন্দন জানাই।”


ত্রিপুরা মুখ্যমন্ত্রী অযোধ্যার মানুষকেও আমন্ত্রণ জানান ত্রিপুরা সুন্দরী মন্দির দর্শনে আসার জন্য। তিনি বলেন, “ত্রিপুরা সুন্দরী মন্দির ভারতের অন্যতম শক্তিপীঠ। আমি চাই, অযোধ্যার মানুষও সেখানে গিয়ে মায়ের আশীর্বাদ গ্রহণ করুন।”


দীপাবলির প্রাক্কালে মুখ্যমন্ত্রী বলেন, “দীপাবলি দিনটি ঐতিহাসিক, এই দিনে প্রভু রামচন্দ্র মাতা সীতার সঙ্গে অযোধ্যায় প্রত্যাবর্তন করেছিলেন। আমি সকলকে এই শুভক্ষণে আন্তরিক শুভেচ্ছা জানাই।”

শেষে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে অভিনন্দন জানিয়ে বলেন, “রামমন্দির নির্মাণ ছিল এক বিশাল চ্যালেঞ্জ, আর তাঁরা সেই ঐতিহাসিক স্বপ্নকে বাস্তব রূপ দিয়েছেন — এর জন্য পুরো জাতি তাঁদের প্রতি কৃতজ্ঞ।”

 
 
bottom of page