top of page

এজিএমসি ও জিবিপি হাসপাতালে উন্নততর স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের সূচনা

  • Writer: Haduk
    Haduk
  • Nov 3
  • 1 min read
ree

৩ নভেম্বর ২০২৫, আগরতলারাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী ও আধুনিক করে তুলতে একের পর এক উদ্যোগ নিচ্ছে ত্রিপুরা সরকার। মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার নেতৃত্বে আজ আগরতলার এজিএমসি ও জিবিপি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা হল।মুখ্যমন্ত্রী বলেন, “এজিএমসি ও জিবিপি হাসপাতালে উন্নততর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আমাদের অঙ্গীকারের ফলেই বর্তমানে রেফার করার সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। রাজ্যের চিকিৎসকরা এখন জটিল রোগ নিরাময়ের ক্ষেত্রেও নতুন উচ্চতায় পৌঁছাচ্ছেন — যা সত্যিই গর্বের বিষয়।


সরকার ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে হাসপাতালটিতে আরও চারটি সুপার-স্পেশালিটি পরিষেবা চালু করা হবে, যাতে রাজ্যের রোগীদের উন্নত চিকিৎসার জন্য বাইরে যেতে না হয়।স্বাস্থ্য খাতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থার প্রসার ঘটাতে আজ মুখ্যমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে ইন্টার ডিপার্টমেন্টাল কল ম্যানেজমেন্ট সিস্টেম (IDCMS) উদ্বোধন করেন। পাশাপাশি, হাসপাতাল চত্বরে একাধিক নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমাদের লক্ষ্য — জনগণের দোরগোড়ায় সুলভ ও উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। রাজ্যের চিকিৎসা পরিকাঠামোকে সর্বাধুনিক মানে নিয়ে যেতে সরকার বদ্ধপরিকর।”এই পদক্ষেপের মাধ্যমে ত্রিপুরা সরকারের স্বাস্থ্য পরিষেবায় এক নতুন গতি ও দিশা যোগ হল।

 
 
bottom of page