top of page

এবার পুলিশ নয় খোদ নেশা সেবনকারী ও নেশা কারবারীদের বিরুদ্ধে মাঠে নামলো এলাকার জনগণ

  • Writer: Haduk
    Haduk
  • Nov 2
  • 1 min read
ree

রবিবার সকালে পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মাইছরা এলাকার জনগণ ২ নেশা সেবনকারী কে হাতে না হাতে ধরে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনার বিবরনে জানা যায় বিলোনিয়া থানাধীন মাইছড়া মুহুরি নদী সংলগ্ন গাবুরছরা এলাকার একটি কালী মন্দিরের সামনে থেকে ২ নেশা সেবনকারীকে টমটম গাড়ির মধ্যে গোপন খবরের ভিত্তিতে হাতেনাতে ধরে ফেলে। তারা তখন গাড়ির মধ্যে বসে দিব্যি আরামে নেশা সেবন করছিল। তাদের কাছ থেকে উদ্ধার হয় গাঁজাসহ ব্রাউন সুগারের মত মারাত্মক নেশা সামগ্রী। সাথে সাথে খবর দেওয়া হয় বিলোনিয়া থানায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ছুটে এসে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। তাদের মধ্যে একজনের নাম জীবন দাস বাড়ি জিরতলি এলাকায়, অন্যজনের নাম সমর দাস বাড়ি পাইখোলা এলাকায়। জানা গেছে তারা দুজনেই বহুদিন আগে থেকে গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নেশা সামগ্রী সেবন করে এলাকার পরিবেশ কে নষ্ট করে ফেলছে। এই ঘটনার জন্য পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মাইছড়া এলাকার যুবকদেরকে সকলেই সাধুবাদ জানাচ্ছেন। কারণ তাদের উদ্যোগেই আজকে দুই নেশা সেবনকারী কে আটক করতে সক্ষম হয়। এখন দেখার বিষয় পুলিশ তাদের দুজনের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে।।

 
 
bottom of page