top of page

এমবিবি বিমানবন্দর কর্তৃক আয়োজিত বিমান পরিবহন ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রাম

  • Writer: Haduk
    Haduk
  • Oct 30
  • 1 min read
ree

আগরতলার উমাকান্ত একাডেমি বাংলা মাধ্যম-এ ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ, এমবিবি বিমানবন্দর কর্তৃক আয়োজিত বিমান পরিবহন ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রাম করা হয়। উপস্তিত ছিলেন আগরতলা বিমান বন্দরের অধিকর্তা কৃষান মোহন নেহরা, উমাকান্ত বাংলা মাধ্যমের প্রধান শিক্ষক, দুলাল দেবনাথ, সহকারী প্রধান শিক্ষক প্রবাল ভৌমিক সহ অন্যান রা। বিমান পরিবহন ক্ষেত্রে সম্ভাবনার কথা মাথায় রেখে কেন্দ্রীয় বেসামারি বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু সারা দেশের স্কুল শিক্ষার্থীদের জন্য বিমান পরিবহনে ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রাম চালু করেন। এদিন শিক্ষার্থীদের সাথে আগরতলা বিমানবন্দরের অধিকর্তা মত বিনিময় করেন। এই উদ্যোগের লক্ষ্য দশম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বিমান পরিবহন ক্ষেত্রে বিভিন্ন ক্যারিয়ারের পথ সম্পর্কে অনুপ্রাণিত করা এবং শিক্ষিত করা যেমন পাইলটিং এবং বিমান ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে বিমান নকশা বিমানবন্দর ব্যবস্থাপনা তার বাইরের বিষয়ে জানা।

 
 
bottom of page