কদমতলা ও দক্ষিণ সোনাইছড়িতে দলবদল, তৃণমূলে যোগ ৩৫ কর্মীর
- Haduk
- Nov 4
- 1 min read

মঙ্গলবার কদমতলা ও দক্ষিণ সোনাইছড়ি অঞ্চল থেকে BJP ও CPI(M)-এর মোট ৩৫ জন সক্রিয় সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। নবাগত দলত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি শান্তনু সাহা।এই প্রসঙ্গে শান্তনু সাহা বলেন, “আগামীদিনে মানুষের সমস্যা সমাধানে তৃণমূল কংগ্রেস আরও সক্রিয় ভূমিকা নেবে।”





