top of page

গন্তব্যের উদ্দেশ্যে বানর সেনার অভিযান, কাঁঠালিয়া ব্লক এলাকার এই দৃশ্য ক্যামেরাবন্দি হয় শনিবার সকালে..

  • Writer: Haduk
    Haduk
  • Nov 1
  • 1 min read
ree

বানরের উৎপাতে গ্রামীণ এলাকার অধিকাংশ পরিবার এখন একেবারে দিশেহারা।

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই শুরু হয় দলে দলে কৃষি জমিতে বা বাড়িঘরে হামলা।


এমন দৃশ্য বিগত বছরগুলিতে কমই ছিল, কিন্তু চলতি বছরে লক্ষ্য করা যাচ্ছে বানরের উপদ্রব মাত্রাতিরক্ত বেড়ে গেছে। কিন্তু বনদপ্তরের কোনো রকম ভূমিকা নেই।


এই অবস্থা চলতে থাকলে আগামী দিন কৃষিকাজ করাটা বড়ই কষ্টকর হবে চাষীদের।


বানরের উৎপাতে কাঠালিয়া ব্লক এলাকার দক্ষিণাঞ্চের বেশ কিছু কৃষিজমি একেবারে পতিত পড়ে রয়েছে একমাত্র বানরের উৎপাতের কারণে।


যেমন, কালী কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েত এলাকার কাইচ্চা ডেবা কৃষি মাঠে প্রায় শতাধিক কানি কৃষি জমি পতিত পড়ে রয়েছে।


শুধু কাইচ্চা ডেবা কৃষি মাঠ নয়! সোনামুড়া টু বিলোনিয়া বাইপাস সড়কের দুই পাশে বড়পাথর কৃষি মাঠে প্রায় ২০০ কানি কৃষি জমি পতিত পড়ে রয়েছে।


অপরদিকে যারা কিছু কিছু লুঙ্গা জমিতে আমন ধান করেছে সেগুলিও বানরের সন্ত্রাসের কারণে এখন আর ধান কাটা বড়ই কষ্টকর হবে।

প্রকৃত অর্থে বানরের উপদ্রব কিভাবে নিরসন করা যায় এটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কৃষক মহলে।

আজ সকাল বেলায় সংবাদকর্মীকে কাছে পেয়ে একাধিক ব্যক্তি তাদের খুব ব্যক্ত করেন। তারা বলেন, বাড়ি ঘরে কোনরকম সবজি পড়ানো যায় না। সবকিছু খেয়ে ফেলে, বাধ্য হয়ে চড়া দামে বাজার থেকে ক্রয় করতে হয়। নিজের উৎপাদিত সবজি খাওয়া এখন বড়ই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে একমাত্র বানরের উৎপাতের কারণে।

 
 
bottom of page