top of page

ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ফি বৃদ্ধি নিয়ে এআইডিএসও-র তীব্র প্রতিবাদ

  • Writer: Haduk
    Haduk
  • Oct 13
  • 1 min read
ree

ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সিদ্ধান্তে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ফি বৃদ্ধিকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও)-এর ত্রিপুরা রাজ্য কমিটি। সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, পর্ষদ গত ১০ অক্টোবর থেকে ভিন্ন ভিন্ন ১৬টি খাতে অস্বাভাবিক হারে ফি বৃদ্ধি করেছে, যা গত বছরের তুলনায় দেড়শো থেকে আড়াইশো গুণ বেশি।


এআইডিএসও-র দাবি, এই অযৌক্তিক ফি বৃদ্ধি রাজ্যের গরিব ও মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীদের জন্য গুরুতর সমস্যা সৃষ্টি করবে। সংগঠনের বক্তব্য, এমনিতেই সরকারী শিক্ষার মান দুর্বল হওয়ায় অধিকাংশ ছাত্রছাত্রীকে বেসরকারি টিউশনের উপর নির্ভর করতে হয়। এর সঙ্গে আবার ফি বৃদ্ধির মতো সিদ্ধান্ত শিক্ষাক্ষেত্রে বেসরকারিকরণের পথ আরও প্রশস্ত করবে, যা সাধারণ পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করবে।


সংগঠন জানিয়েছে, এই সিদ্ধান্ত রাজ্যের গরিব পরিবারের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ শিক্ষার উপর সরাসরি আঘাত হেনেছে। তাই শিক্ষার স্বার্থে অবিলম্বে এই ফি বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে এআইডিএসও।


সংগঠনের পক্ষ থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়েছে—

১) অবিলম্বে শিক্ষার ১৬টি খাতে বর্ধিত ফি প্রত্যাহার করতে হবে।

২) রাজ্যের সরকারি শিক্ষার মানোন্নয়নে মধ্যশিক্ষা পর্ষদকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

৩) সকল ছাত্রছাত্রীদের শিক্ষার ভবিষ্যৎ সুনিশ্চিত করতে হবে।


এআইডিএসও আশা প্রকাশ করেছে, পর্ষদের সভাপতি সংগঠনের দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে দ্রুত পদক্ষেপ নেবেন, যাতে সাধারণ ছাত্রছাত্রীদের ওপর অতিরিক্ত আর্থিক বোঝা না পড়ে।

 
 
bottom of page