top of page

তেলিয়ামুড়ায় গাঁজা পাচার রুখে বড়সড় সাফল্য!মুঙ্গিয়াকামী থানার অভিযানে বাজেয়াপ্ত ৫৮০ কেজি গাঁজা!! বিলাসবহুল গাড়ি সহ আটক ১!!!

  • Writer: Haduk
    Haduk
  • Oct 14
  • 1 min read

গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মুঙ্গিয়াকামী থানার ওসি সনেশ দেববর্মার নেতৃত্বে চালানো অভিযান ঘিরে তেলিয়ামুড়া মহকুমায় চাঞ্চল্য ছড়িয়েছে।


চামপ্লাইবাড়ি ও উত্তর মহারানী এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে পুলিশ মোট ৫৮০ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করেছে, সঙ্গে দুইটি বিলাসবহুল গাড়ি এবং একজন পাচারকারীকে আটক করেছে।


চামপ্লাইবাড়ি এলাকায় ২১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয় একটি গাড়ি থেকে।


উক্ত গাড়িতে ছিল টেলিকম ডিউটি লেখা স্টিকার, প্রেস স্টিকার এবং ২–৩টি ভুঁয়া নম্বর প্লেট, যার আসল নম্বর TR01A0852


এই গাড়ির মাধ্যমে পাচারকারীরা প্রশাসনিক পরিচয় ছদ্মবেশে গাঁজা পরিবহণের চেষ্টা করছিল বলে অনুমান।


অন্যদিকে উত্তর মহারানী এলাকায়, ৩৬১ কেজি গাঁজা সহ আটক করা হয় সনজিৎ সরকার নামের এক গাড়ি চালক'কে।


এই গাড়িটির নম্বর ছিল TR01CA0481, এবং সেটিও বিলাসবহুল SUV বলে জানা গেছে।


ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক রোহন কৃষাণ এবং ডি.সি.এম সূরজিৎ দেববর্মা ঘটনাস্থলে পৌঁছে অভিযানের তদারকি করেন।


মহকুমা পুলিশ আধিকারিক রোহন কৃষাণ জানিয়েছেন,,

এই অভিযান মাদক বিরোধী অভিযানের অংশ, এবং আরও বড় চক্রের সন্ধানে তদন্ত চলছে। তাছাড়া এই গাঁজা গুলো ত্রিপুরা থেকে বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

এই ঘটনার পরপরই তেলিয়ামুড়া মহকুমা জুড়ে মাদক পাচার রোধে প্রশাসনের সক্রিয় ভূমিকা প্রশংসিত হয়েছে।

 
 
bottom of page