top of page

দুর্গাপূজার ছুটিতেও আগরতলায় খোলা থাকবে নির্দিষ্ট পেট্রোল পাম্প

  • Writer: Haduk
    Haduk
  • Sep 25
  • 1 min read
ree

আসন্ন দুর্গোৎসবের দিনগুলোতে জনসাধারণের সুবিধার্থে আগরতলা পৌর এলাকা ও সংলগ্ন অঞ্চলে নির্দিষ্ট কিছু পেট্রোল পাম্প খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তর। দপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, যাতে ডিজেল ও পেট্রোল সংগ্রহে কোনো অসুবিধা না হয়, তার জন্য ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত কয়েকটি পাম্প সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চালু থাকবে।

 
 
bottom of page