top of page

ধর্মনগরে আটক তিন অবৈধ বাংলাদেশি নাগরিক!

  • Writer: Haduk
    Haduk
  • Oct 29
  • 1 min read
ree

আবারও অবৈধ অনুপ্রবেশের ঘটনায় চাঞ্চল্য। গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে উত্তর জেলার ধর্মনগর থানার পুলিশ অভিযান চালিয়ে ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিম চন্দ্রপুরের গভীর জঙ্গল এলাকা থেকে তিন অবৈধ বাংলাদেশি নাগরিককে আটক করেছে। ধৃতদের নাম মাহি উদ্দিন (২৭),নুর আলম (৪৭) এবং রায়হান মিয়া (২০)। এদের মধ্যে মাহি উদ্দিনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়,নুর আলম ও রায়হান মিয়ার বাড়ি নারাসিন্ধি জেলায় বলে জানা গেছে। ধর্মনগর থানার অফিসার-ইন-চার্জ মিনা দেববর্মা জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে যে প্রায় ছয় মাস আগে দালালের মাধ্যমে ত্রিপুরা সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। পরবর্তীতে তারা কর্মসূত্রে বেঙ্গালুরু চলে যায় এবং সেখানে অর্থের বিনিময়ে ভুয়া আধার কার্ড তৈরি করে বসবাস করছিল। বুধবার পুনরায় দালালের সহায়তায় বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে ত্রিপুরা বাংলাদেশ সীমান্ত থেকে পুলিশ তাদের আটক করে।ধৃতদের আরও দাবি,ইসলাম উদ্দিন নামের এক স্থানীয় দালালই তাদের অবৈধভাবে সীমান্ত পার করিয়ে দেওয়ার কথা ছিল। বর্তমানে পুলিশ ওই দালালের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। ধৃতদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ধর্মনগর থানার পুলিশ।


প্রতিনিয়ত ত্রিপুরার বিভিন্ন প্রান্তে অবৈধ বাংলাদেশি নাগরিকদের আটক হওয়ার ঘটনায় সীমান্ত সুরক্ষা ও জাতীয় নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

 
 
bottom of page