top of page

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় থাকবেন এনসিসি ক্যাডেটরা ,চলছে প্রশিক্ষণ :

  • Writer: Haduk
    Haduk
  • Nov 5
  • 1 min read
ree

ভূমিকম্প প্রবণ এলাকার পাশাপাশি বন্যা প্রবণ এলাকা হিসেবেও জাতীয় দুর্যোগ মোকাবিলা দপ্তর ত্রিপুরাকে চিহ্নিত করেছে। প্রাকৃতিক দুর্যোগের সময় দুর্গতদের রক্ষার জন্য ইতিমধ্যেই জেলাভিত্তিক আবদা মিত্র বাহিনী গড়ে তোলা হয়েছে। এবার রাজ্যের এনসিসি ক্যাডেটদেরও দুর্যোগ মোকাবিলার প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। যুব আবদা মিত্র ট্রেনিং শীর্ষক এই কর্মসূচিতে রাজ্যের ১৫ ত্রিপুরা ব্যাটেলিয়ন এনসিসি ক্যাডেটদের ১০ দিনের প্রশিক্ষণ শিবির রাজধানীর শহীদ ভগত সিং যুব আবাসে শুরু হয়েছে ।তিন নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত চলবে এই শিবির। শিবিরে এনসিসির ক্যাডেটদের বন্যার সময়ে দুর্গতদের কিভাবে উদ্ধার করতে হয় এবং তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করতে হয় সেই সম্পর্কে বিশেষভাবে প্রশিক্ষিত করা হচ্ছে ।এদিন ১৫ ত্রিপুরা ব্যাটেলিয়ন এমসিসির এক আধিকারিক এই সংবাদ জানান ।তিনি জানান ,ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির উদ্যোগে এনসিসি ক্যাডেটদের দ্বিতীয় ব্যাচের এই প্রশিক্ষণ চলছে। ইতিমধ্যেই প্রথম ব্যাচের প্রশিক্ষণ শিবির সমাপ্ত হয়েছে।


ree

উল্লেখ্য ১৯৪৮ সালের ১৬ জুলাই থেকে দেশে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে এনসিসি চালু হয়েছিল ।স্কুল এবং কলেজের ছাত্র-ছাত্রীদের মিলিটারি স্কিলস সম্পর্কে প্রাথমিক ধারণা তৈরি করাই ছিল এর মূল লক্ষ্য ।এর পাশাপাশি এবার এনসিসিকে দুর্যোগ মোকাবেলার কাজেও প্রশিক্ষিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 
 
bottom of page