top of page

বাম নেতৃত্ব পবিত্র করের বক্তব্যের নিন্দা জানালো রাজ্য কিষাণ মোর্চা

  • Writer: Haduk
    Haduk
  • Nov 4
  • 1 min read
ree

সম্প্রতি সাংবাদিক সম্মেলন করে রাজ্যের কৃষক ও কৃষি কল্যাণ দপ্তরের বিভিন্ন তথ্য তুলে ধরেছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর ।তিনি অভিযোগ করে বলেন ,বর্তমানে কৃষি মরশুম চলছে ।অথচ কৃষকরা সার ,প্রয়োজনীয় বীজ প্রভৃতি পাচ্ছেন না ।সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদকের এহেন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান বিজেপির কিষান মোর্চার রাজ্য সভাপতি প্রদীপ বরণ রায়। সাংবাদিক সম্মেলনে কৃষাণ মোর্চার রাজ্য সভাপতি জানান ,বাম নেতৃত্ব পবিত্র কর কৃষি দপ্তর সম্পর্কে কিছু আষাঢ়ে গল্প বলেছেন ।কৃষকদের সাথে কোন ধরনের যোগাযোগ না রেখে আগরতলায় শীত তাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে বিভিন্ন মন্তব্য করেছেন তিনি ।এই সমস্ত মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান কিষান মোর্চার রাজ্য সভাপতি প্রদীপ বরণ রায়। তিনি জানান ,কৃষকরা যখন বিপদে পড়েন তখন তারা কৃষকদের পাশে যান না। সেদিন কোন খেয়ালে নরসিংগড় গিয়ে মানুষের বাধা পেয়ে ফিরে আসেন। কিষান মোর্চার রাজ্য সভাপতি আরো জানান, গত সাড়ে সাত বছরে রাজ্য সরকার এবং ১১ বছরের কেন্দ্রীয় সরকারের সময়ে দেশে এবং রাজ্যে যদি কেউ প্রকৃত সম্মান পেয়ে থাকেন তবে তারা কৃষক ।রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এবং কৃষি মন্ত্রী রাজ্যে কৃষকদের সর্বোচ্চ সম্মান প্রদান করছেন। তিনি আরো জানান ,রাজ্যে একদিনের জন্যেও ষাঁড়ের ঘাটতি নেই। প্রচুর সার মজুদ রয়েছে ।এখন রাজ্যে ট্রেনে করে সার আসছে ।তিনি আরো জানান, বর্তমান সময়ে সারা দেশের মধ্যে ত্রিপুরাতেই সারের দাম সবচেয়ে কম। কৃষক বান্ধব সরকার রয়েছে বলেই এটা সম্ভব হচ্ছে বলে জানান বিজেপির কিষান মোর্চার রাজ্য সভাপতি প্রদীপ বরণ রায়।


সাংবাদিক সম্মেলনে কিষান মোর্চার রাজ্য সভাপতি জানান ,কৃষকদের উন্নয়নের লক্ষ্যেই রাজ্য সরকার কাজ করে চলছে। কৃষকদের সুবিধার্থে সরকার ১৪৪ টি কৃষি বাজার নির্মাণ করে দিয়েছে ।এই ক্ষেত্রে ব্যয় হয়েছে ৩০৩ কোটি ৪৪ লক্ষ টাকা।

 
 
bottom of page