top of page

ব্রহ্মকুণ্ড মেলা হবে জাতি-জনজাতির মিলনের উৎসব: রতন লাল নাথ

  • Writer: Haduk
    Haduk
  • Oct 29
  • 1 min read
ree

রাস পূর্ণিমা উপলক্ষে আগামী ৫ থেকে ৭ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী ব্রহ্মকুণ্ড মেলা অনুষ্ঠিত হতে চলেছে। এই মেলাকে কেন্দ্র করে সোমবার ব্রহ্মকুণ্ড গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সংলগ্ন শিবমন্দিরের নটমন্দিরে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভার সভাপতিত্ব করেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ।

সভায় উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা, টিটিএএডিসি-র শিক্ষা বিষয়ক কার্যনির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ, মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, হেজামারা বিএসি চেয়ারম্যান সুনীল দেববর্মা, মোহনপুর মহকুমা শাসক সজল দেবনাথ, অতিরিক্ত মহকুমা শাসক ধৃতি শেখর রায় এবং সমাজসেবী বিনোদ দেববর্মা প্রমুখ।

সভা শেষে মন্ত্রী রতন লাল নাথ জানান, “ব্রহ্মকুণ্ড মেলা একটি ঐতিহাসিক মেলা, যা বছরে দুইবার—রাস পূর্ণিমা ও আশোকাষ্টমী উপলক্ষে অনুষ্ঠিত হয়। এটি এমন এক উৎসব যেখানে জাতি ও জনজাতি উভয় সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে আনন্দ উদযাপন করেন। তাই এই মেলাটি আসলে মিলনের উৎসব।”

মন্ত্রী আরও বলেন, “মেলাটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই আজকের প্রস্তুতি সভা। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা এই আয়োজন সফল করতে চাই। সকলের সহযোগিতায় ব্রহ্মকুণ্ড মেলা সুন্দর ও শৃঙ্খলাভাবে অনুষ্ঠিত হবে।”

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, বিভিন্ন সরকারি দপ্তরের উদ্যোগে মেলায় প্রদর্শনী প্যাভিলিয়ন স্থাপন করা হবে। পাশাপাশি তথ্য ও সংস্কৃতি দপ্তরের তত্ত্বাবধানে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মন্ত্রী উপস্থিত উপ-কমিটির সদস্যদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান এবং সকলের সহযোগিতায় মেলাটিকে সফলভাবে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন।

 
 
bottom of page