top of page

ভাইরাল মাধবীকে প্রশ্রয় দেওয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতি উষ্মা প্রকাশ যুব মোর্চার :

  • Writer: Haduk
    Haduk
  • Nov 1
  • 1 min read
ree

সামাজিক মাধ্যমে কুৎসা রটিয়ে ভাইরাল হওয়া মাধবী বিশ্বাসের বক্তব্যকে প্রশ্রয় দিয়ে যাচ্ছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই ধরনের কার্যকলাপের নিন্দা জানিয়েছে ভারতীয় জনতা যুব মোর্চার ত্রিপুরা প্রদেশ।


শনিবার এক সাংবাদিক সম্মেলন করে এর নিন্দা জানান যুব মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক রানা ঘোষ। তিনি বলেন ,এই ধরনের ঘটনা আমাদের সমাজ এবং সংস্কৃতিতে মেনে নেওয়ার মতো নয় ।যদিও পরবর্তী সময়ে এই মহিলাকে আইনের আওতায় নিয়ে এসেছে প্রশাসন। বিকৃত মানসিকতা সম্পন্ন এই মহিলারা কে প্রশ্রয় দেওয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাজকর্ম নিয়ে উষ্মা প্রকাশ করেন তিনি ।


সাংবাদিক সম্মেলনে প্রদেশ জনতা যুব মোর্চার সাধারন সম্পাদক আরো জানান ,এই সমস্ত ঘটনার নিন্দা করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব ।ভারতীয় জনতা যুব মোর্চার ত্রিপুরা প্রদেশ কমিটিও এই ঘটনার তীব্র নিন্দা জানায়।

 
 
bottom of page