‘মায়ের গমন’ কার্নিভালের জন্য রাজধানী সেজে উঠছে: মেয়র দীপক মজুমদারের নেতৃত্বে জোরদার প্রস্তুতি
Haduk
Sep 25
1 min read
আগামী ৪ঠা অক্টোবর রাজধানীতে দুর্গাপুজোর উৎসবমুখর আবহে মঞ্চস্থ হতে চলেছে ‘মায়ের গমন’ কার্নিভাল—একটি সাংস্কৃতিক মহোৎসব, যা বাঙালির ঐতিহ্য আর উৎসাহের প্রতীক। এই মেগা আয়োজনের প্রস্তুতি ক্ষতিয়ে দেখতে আজ তুলসিবতী বিদ্যালয়ের পাশে কার্নিভাল স্থলে পরিদর্শনে গেলেন মেয়র দীপক মজুমদার। তাঁর সঙ্গে ছিলেন জেলাশাসক, জেলা পুলিশ সুপার এবং বিভিন্ন প্রশাসনিক দপ্তরের শীর্ষ আধিকারিকরা, যাঁরা এই ইভেন্টের সাফল্য নিশ্চিত করতে একযোগে কাজ করছেন।