top of page

মর্মান্তিক দুর্ঘটনায় হাত-পা কাটা, আশঙ্কাজনক অবস্থায় বৃদ্ধ

  • Writer: Haduk
    Haduk
  • Oct 28
  • 1 min read
ree

ঊনকোটি জেলার কুমারঘাট রেল স্টেশন এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হলেন কুমারঘাট সুকান্তনগর এলাকার বাসিন্দা প্রীতেষ দাস (৫২)। স্থানীয় সূত্রে জানা গেছে, রেললাইন পারাপারের সময় হঠাৎই দ্রুতগতির ট্রেন এসে ধাক্কা দিলে তাঁর এক হাত ও এক পা কেটে যায়। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে ভর্তি করেন।


হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত প্রীতেষ দাসের অবস্থা অত্যন্ত সংকটজনক। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়েছে গতকাল রাত আনুমানিক ১১টা নাগাদ। আহতের স্ত্রী দীপালি দাস রাজ্য সরকারের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 
 
bottom of page