মহারানীপুরে পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় মৃতদেহ উদ্ধার!চাঞ্চল্য ছড়াল তেলিয়ামুড়া জুড়ে
- Haduk
- Oct 28
- 1 min read

তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মহারানীপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় মঙ্গলবার সকালে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
মৃত ব্যক্তির নাম কৃষ্ণ দেব (৬০), যিনি তেলিয়ামুড়া থানার অন্তর্গত ডি.এম কলোনি এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষ্ণ দেব আগে পেশায় গাড়ি চালক ছিলেন, বর্তমানে তিনি পেট্রোল পাম্পে গাড়ি ধোঁয়ার কাজ করতেন।
মঙ্গলবার সকাল নাগাদ স্থানীয়রা পাম্প সংলগ্ন একটি ঘরে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখেন, এরপরই খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়।
খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়, তবে অস্বাভাবিক মৃত্যু হিসেবে মামলা রুজু করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান — কৃষ্ণদা খুবই শান্ত স্বভাবের মানুষ ছিলেন। এমন মৃত্যুতে আমরা মর্মাহত।এই ঘটনার পরপরই মহারানীপুর এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশের তরফে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।





