top of page

রহস্যজনক আগুনে পুড়লো বিশালগড় কংগ্রেস ভবন !

  • Writer: Haduk
    Haduk
  • Oct 28
  • 1 min read
ree

তৎকালীন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর বর্মনের হাত ধরে বিশালগড় নিচের বাজারে কংগ্রেস ভবনের উদ্বোধন হয়েছিল। বর্তমানে বিশালগড় নেশার আতুর করে পরিণত পরিত্যক্ত এই কংগ্রেস ভবন। একাধিকবার বাজার ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয়রা প্রশাসনের কাছে বারবার এ কংগ্রেস ভবনটিকে বন্ধ করার জন্য দাবি রাখেন। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। জরাজীর্ণ কংগ্রেস ভবনটি নেশার আতুর ঘরে পরিণত হয়। প্রত্যেকদিন রাজ্যের বিভিন্ন এলাকা থেকে নেশা কারবারীরা এখানে সন্ধ্যার পর থেকে আসর জমায়। মঙ্গলবার দুপুরে কে বা কাহারা এই পরিত্যক্ত কংগ্রেস গোপনে আগুন লাগিয়ে দেয়। অল্পতে রক্ষা পাই পাশে থাকা ব্যবসা প্রতিষ্ঠান। মুহূর্তের মধ্যে অগ্নি নির্বাপক দপ্তর একটি ইঞ্জিন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে বাজার ব্যবসায়ীরা এই জরাজীর্ণ কর্মীসল্পতায় দেখা শোনার অভাবে নেশার আতর ঘরে পরিণত কংগ্রেস ভবনটিকে চিরতরে তালা দিয়ে বন্ধ করার দাবি তোলেন।

ree
ree

 
 
bottom of page