top of page

সাত সকালের ভয়াবহ যান দুর্ঘটনা!আহত ৬!! ঘটনা মেলাঘর টু সোনামুড়া ইন্দিরা নগর কলোনি এলাকার মূল সড়কে।

  • Writer: Haduk
    Haduk
  • Oct 26
  • 1 min read
ree

ঘটনার বিবরণে জানা যায় TR07G0689 ইকো গাড়ির মালিক বিশালগড় নোয়াপাড়ার সুমন মিয়া সোনামুড়া সীমন্তপুর চেকপোস্ট থেকে আসার পথে মেলাঘর ইন্দিরা নগর কলুনি এলাকা মূল সড়কে শনি তলার সামনে TRO7-3320 একটি যাত্রীবাহী অটো গাড়িকে পেছন দিয়ে সজরে ধাক্কা মারেন। এতে অটো গাড়ি দুমড়ে মুছে যায়, ইকো গাড়িটি মূল সড়ক থেকে ছিটকে গিয়ে রাস্তার সঙ্গে আটকে থাকে। এতে অটু উটো গাড়িতে থাকা ড্রাইভার সহ ৫ জন আহত হয়। আহতরা হলেন রাকেশ সাহা, বাড়ি ধনপুর, দীপক সাহা, বাড়ি অমরপুর, লক্ষণ দাস বাড়ি বটতলী, অজিত দাস বাড়ি দুর্লুভ নারায়ণ, অটু ডাইভার মাইনুদ্দিন বাড়ি বাশপুকুর, অন্যদিকে ইক্ষু গারির ড্রাইভার সুমন মিয়াও অল্প বিস্তর আহত হন। ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে মেলাঘরের ফায়ার সার্ভিস মেলাঘর হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তাদের মেলাঘর হাসপাতালে চিকিৎসা চলছে। জানা গেছে অটো গাড়িটি বাঁশপুকুর থেকে মেলাঘর পেট্রোল পাম্পে আসার কথা ছিল, ইন্দিরা নগর আসতে বিপদ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অটো গাড়িটির কোন দোষ ছিল না, বর্তমানে আহতদের মেলাঘর হাসপাতালে চিকিৎসা চলছে।

 
 
bottom of page