top of page

সোনামুড়া থানার অন্তর্গত এন শ্রীনগর এর বাসিন্দা মোঃ শুলেইমান হোসেন লস্কর হত্যার ........

  • Writer: Haduk
    Haduk
  • Oct 16
  • 1 min read
ree

গতকাল রাতে সোনামুড়া থানার পুলিশ - সোনামুড়া থানার অন্তর্গত এন শ্রীনগর এর বাসিন্দা মোঃ শুলেইমান হোসেন লস্কর হত্যার অর্থাৎ এনসি নগরএর অবৈধ স্বর্ণের বিস্কিট ব্যবসাকে কেন্দ্র করে যে কিডন্যাপিং এবং হত্যা করা হয়েছিল- সেই মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দুইজন অভিযুক্ত কে গ্রেফতার করা হয়েছে।


তারা এতদিন ঘটনার পর থেকে পলাতক ছিল, আজ তাদের গোপন খবরের ভিত্তিতে ইউএনসি নগর ফকিরা ধুলা তাদের গোপন আড্ডা স্থল থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।


উল্লেখ্য যে সোনামুড়া থানায় একটি বিশেষ পুলিশের টিম তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে এবং তাদের কাছ থেকে এই মামলার সঙ্গে যুক্ত থাকার এবং এই এলাকার যারা অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত আছে তাদের অনেক তথ্য পাওয়া যায়। তাদের কাছ থেকে একটি সাদা রঙের প্রাইভেট কার যার নম্বর TR-01CF-0626 (Sujuki fronx) এবং সঙ্গে তাদের দুটি স্মার্ট মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয় এবং এই মোবাইল ফোন গুলির এনালাইসিস চলছে। এবং খুব শিগগিরই ওই এলাকা থেকে এই মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে অনেকে গ্রেফতার হতে পারেন। এবং তাদের কাছ থেকে তথ্য পাওয়া বিষয়গুলি বিএসএফের গোয়েন্দা বিভাগ এবং অন্যান্য গোয়েন্দা বিভাগের সঙ্গে এই বিষয়গুলি নিয়ে আলোচনা চলছে। আগামীকাল উনাদের উপযুক্ত পুলিশ রিমান্ড চেয়ে মহামান্য আদালতে প্রেরণ করা হবে।


অভিযুক্ত ব্যক্তিদের নাম হল -১) মোঃ সোহাগ খন্দকার @ সাগর মিয়া ( ২১) - উনার বাড়ি সোনামুড়া থানার অন্তর্গত আড়ালিয়া উত্তরপাড়া গ্রামে।


২) অন্যজন হলেন নবীর হোসেন বয়স- ৩১, ওনার বাড়ি সোনামুড়া থানার অন্তর্গত ইউএনসি নগর ফকিরা দুলা।


উল্লেখ্য যে এই দুজনেই পূর্বে NDPS মামলায় গ্রেপ্তার হয়েছে বলে প্রকাশ। এ নিয়ে তাদের জোরালো জিজ্ঞাসাবাদ চলছে সোনামুড়া থানায়।

 
 
bottom of page