top of page

সিভিল সোসাইটির ডাকা বন্ধের সমর্থনে রতনপুর এলাকায় পথ অবরোধ করল তিপ্রামথা দলের কর্মীসমর্থকরা...

  • Writer: Haduk
    Haduk
  • Oct 23
  • 1 min read
ree

রাজ্যসরকার ও কেন্দ্রীয় সরকারের নিকট বিভিন্ন দাবী দাওয়ানিয়ে তিপ্রামথা দল সমর্থীত সিভিল সোসাইটির উদ্দ্যোগে সারারাজ্যজুরে ১২ ঘন্টার বন্ধ ডাকাহয়েছে। বৃহস্পতিবার সকালথেকে এই বন্ধের সমর্থনে সিভিল সোসাইটি ও তিপ্রামথা দলের কর্মীসমর্থকরা ঋষ্যমুখ বিধানসভার রতনপুর এলাকায় রতনপুর থেকে বিলোনিয়া যাতায়াতের পথ অবরোধে বসে। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধহয়েপরে। এইবন্ধ সম্পর্ক সিভিল সোসাইটির এক কর্মী জানান রাজ্যসরকার উনাদের দাবী মেনে নিচ্ছেন না। তাই তিপ্রাসাদের মৌলিক অধিকারের জন্য আজকের এই আন্দোলন। উনারা জানান বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে অবৈধ অনুপ্রবেশ হচ্ছে। অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের চিহ্নিত করে পুনরায় বাংলাদেশে প্রেরন করতে হবে জানান সিভিল সোসাইটির কর্মী সমর্থকরা।

 
 
bottom of page