“সংস্কৃতি আমাদের গর্ব ও অলঙ্কার” — মুখ্যমন্ত্রী মানিক সাহা
- Haduk
- Nov 3
- 1 min read

“সংস্কৃতি আমাদের গর্ব, আমাদের অলঙ্কার। সংস্কৃতি ছাড়া মানুষের অস্তিত্ব কল্পনাই করা যায় না।” — সেনপাড়ায় আয়োজিত শততম ‘সাপ্তাহিক সংস্কৃতি হাট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ড.) মানিক সাহা।রবিবার বিকেলে পুরাতন আগরতলা ব্লকের সেনপাড়ায় বাংলা সংস্কৃতি কলমের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার নিজস্ব সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ ও ঐতিহ্যমণ্ডিত, যা রাজ্যের মানুষের গর্বের বিষয়।তিনি জানান, রাজ্য সরকার তথ্য ও সংস্কৃতি দফতরের মাধ্যমে হারিয়ে যেতে বসা সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুজ্জীবনে সক্রিয় ভূমিকা পালন করছে। তরুণ প্রজন্মকে সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করতেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ।
মুখ্যমন্ত্রী আরও বলেন, “সাপ্তাহিক সংস্কৃতি হাট শুধু শিল্পীদের প্রতিভা প্রকাশের মঞ্চ নয়, গ্রামীণ মহিলাদের স্বনির্ভর হওয়ার একটি বড় মাধ্যম।” এদিন তিনি সেনপাড়ার সংস্কৃতি হাটের পরিকাঠামো উন্নয়নের জন্য ২৫ লক্ষ টাকা ব্যয়ের ঘোষণা করেন। এই অর্থ বরাদ্দ করেছে ত্রিপুরা খ্রিস্টান মিশন, এবং কাজটি সম্পন্ন করবে পুরাতন আগরতলা ব্লক প্রশাসন।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ত্রিপুরার রাজন্য আমলের সাংস্কৃতিক ঐতিহ্য ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে রাজ্যের ঐতিহাসিক সম্পর্কের কথাও স্মরণ করেন। তিনি বলেন, সংস্কৃতির ধারাবাহিক চর্চা ও প্রশিক্ষণ রাজ্যের পর্যটন ও সংস্কৃতি উভয়ের বিকাশে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিংকু রায়, বিধায়ক রতন চক্রবর্তী, রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, পশ্চিম জেলার জেলাশাসক বিশাল কুমারসহ অন্যান্য অতিথিবৃন্দ।





