top of page

হিংসার আবহ মুছে যুক্তি, তর্ক ও বিজ্ঞানের পরিবেশ ফেরাতে ডিওয়াইএফআই'র বই উৎসব

  • Writer: Haduk
    Haduk
  • Nov 1
  • 1 min read
ree

স্বাধীনতা আন্দোলনের সময় ভগৎ সিং এর নেতৃত্বে গঠিত নজওয়ান ভারত সভার একশ বছর এবং ডি ওয়াই এফ আই'র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে তিনদিনের বই উৎসব এর আয়োজন করেছে ডিওআইএফআই ।মেলার মাঠস্হিত ছাত্র-যুব ভবন প্রাঙ্গনে এই বই উৎসবের উদ্বোধন করেন অধ্যাপিকা আলপনা সেনগুপ্তা।


আগামী ৩ নভেম্বর ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন তথা ডি ওয়াই এফ আই এর ৪৬ তম প্রতিষ্ঠা দিবস। এই ডিআইএফআই হচ্ছে স্বাধীনতা আন্দোলনের সময় ভগৎ সিং এর নেতৃত্বে গঠিত নজওয়ান ভারত সভার উত্তরাধিকার ।এ বছর নজওয়ান ভারত সভার ১০০ বছর পূর্ণ হচ্ছে ।নজওয়ান ভারত সভার ১০০ বছর পূর্তি এবং ডি ওয়াই এফ আই'র ৪৬ বছর পূর্তি উদযাপন উপলক্ষে তিন দিনের বই উৎসবের আয়োজন করেছে ডিওয়াইএফআই'র ত্রিপুরা রাজ্য শাখা ।


রাজধানীর মেলার মাঠস্হিত ছাত্র-যুব ভবন প্রাঙ্গণে এই বই উৎসবের আয়োজন করা হয়েছে ।এদিন এর উদ্বোধন করেন অধ্যাপিকা আলপনা সেনগুপ্তা ।তিনদিনের বই উৎসবকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠান ,কুইজ প্রতিযোগিতা ,আর্ট প্রতিযোগিতা প্রভৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।এদিন এই বই উৎসবের সূচনা অনুষ্ঠান এর অঙ্গ হিসেবে ছাত্র যুব ভবনে ডিওয়াইএফআইয়ের জিরানিয়া বিভাগীয় কমিটির উদযোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারুন দেব এই সংবাদ জানিয়েছেন।

ree

এদিন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব জানান ,বিজেপি এবং আরএসএস গোটা দেশে হিংসার রাজনীতি ছড়িয়ে দিচ্ছে ।এর প্রভাবের যুক্তি, তর্ক এবং বিজ্ঞান ক্রমশ হারিয়ে যাচ্ছে ।এই যুক্তি ,তর্ক এবং বিজ্ঞানকে ফিরিয়ে আনার লক্ষ্যেই এই বই উৎসব ।তিনি আরো জানান, এই ক্ষেত্রে এই বই উৎসব এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 
 
bottom of page