top of page

হদ্রাই থেকে বাজেয়াপ্ত সাড়ে তিন হাজার ফেন্সিডিল ও এসকফ...

  • Writer: Haduk
    Haduk
  • Oct 18
  • 1 min read
ree

তেলিয়ামুড়ায় নেশা বিরোধী অভিযানে পুলিশের বড়সড় সাফল্য—হদ্রাই থেকে বাজেয়াপ্ত সাড়ে তিন হাজার ফেন্সিডিল ও এসকফ!!


তেলিয়ামুড়া মহকুমায় নেশা বিরোধী অভিযানে পুলিশের বড়সড় সাফল্য।

শনিবার ভোররাতে হদ্রাই এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩৫০০ বোতল ফেন্সিডিল ও এসকফ সিরাপ বাজেয়াপ্ত করেছে পুলিশ, যার আনুমানিক বাজার মূল্য দশ লাখ টাকারও বেশি।এই অভিযানের নেতৃত্ব দেন মহকুমা পুলিশ আধিকারিক রোহন কৃষাণ, সঙ্গে ছিলেন তেলিয়ামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে এবং টি.এস.আর ষষ্ঠ বাহিনীর জওয়ানরা। অভিযানটি মূলত গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত হয়, যা নেশা পাচারকারীদের একটি বড় চক্রের সন্ধান দেয়।

মহকুমা পুলিশ অধিকারিক রোহন কৃষাণ জানিয়েছেন,, তদন্ত চলছে, এবং মূল চক্রকে পাকড়াও করতে আরও পদক্ষেপ নেওয়া হবে। বাজেয়াপ্তকৃত নেশা সামগ্ৰী'র আনুমানিক বাজার মূল্য প্রায় দশ লাখ টাকার উপরে।


এই ঘটনার পর তেলিয়ামুড়া মহকুমা জুড়ে নেশা বিরোধী সচেতনতা ও প্রশাসনের সক্রিয়তা নিয়ে প্রশংসা শুরু হয়েছে।তবে ৩৫০০ বোতল বাজেয়াপ্ত হলেও, মূল মজুদের তুলনায় তা অনেক কম, এমনটাও কিন্তু গুঞ্জন ছড়িয়েছে।

 
 
bottom of page