top of page

৮ টাউন বরদোয়ালী মণ্ডলের দীপাবলি ও কালী পূজা উৎসব শুরু হবে মুখ্যমন্ত্রীর উদ্বোধনে

  • Writer: Haduk
    Haduk
  • Oct 18
  • 1 min read
ree

৮ টাউন বরদোয়ালী মণ্ডল আয়োজিত তিন দিনব্যাপী দীপাবলি ও কালী পূজা উৎসবের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা। পুজা প্যান্ডালের আনুষ্ঠানিক উদ্বোধন রবিবার সন্ধ্যা ৬:৩০ টায় রবীন্দ্র ভবনের সামনে অনুষ্ঠিত হবে।

উৎসবকে কেন্দ্র করে শনিবার এক সংবাদ সম্মেলনে আগরতলা মেয়র দীপক মজুমদার সাংবাদিকদের জানান, আগের বছরগুলির মতো এবারও পূজাটি দীপাবলির সঙ্গে মিলিয়ে আয়োজন করা হয়েছে, যাতে ভক্তি ও উৎসবের আনন্দ একত্রে উপভোগ করা যায়। মেয়র জনসাধারণকে উষ্ণ দীপাবলি শুভেচ্ছা জানিয়ে সবাইকে এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান এবং এক অনন্য আধ্যাত্মিক ও সাংস্কৃতিক অভিজ্ঞতার অংশ হতে বলেন।

ত্রি-দিবসীয় এই উৎসবে প্রতিদিন ভক্তদের জন্য প্রসাদ বিতরণ করা হবে। এছাড়াও স্থানীয় শিল্পীদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবকে আরও প্রাণবন্ত করা হবে। পুজা প্রাঙ্গণে খাদ্য, হস্তশিল্প ও উৎসব সামগ্রী নিয়ে বিভিন্ন স্টল থাকবে, যা উৎসবের আনন্দ বাড়াবে।

উদ্যোক্তারা আশা করছেন, ভক্ত ও সাধারণ নাগরিকদের ব্যাপক অংশগ্রহণে এবারকের শ্যামা পূজা সম্প্রদায়ের জন্য স্মরণীয় এক অনুষ্ঠান হয়ে উঠবে।

 
 
bottom of page