গুজরাটে নতুন মন্ত্রিসভা ঘোষণা, হর্ষ সাংঘভি হলেন উপ-মুখ্যমন্ত্রী...
- Haduk
- Oct 17
- 1 min read

আজ গুজরাটে বিজেপি সরকারের নতুন মন্ত্রিসভা ঘোষণা করা হয়েছে। হর্ষ সাংঘভিকে উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহন করানো হয়। মহাত্মা মন্দিরে অনুষ্ঠিত শপথ গ্রহন অনুষ্ঠানে রাজ্যপতি আচার্য দেবব্রত ২১ জন মন্ত্রীর শপথ গ্রহণ করান। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং বিজেপি জাতীয় সভাপতি জে.পি. নাড্ডাও উপস্থিত ছিলেন।
নতুন মন্ত্রিসভায় একজন উপ-মুখ্যমন্ত্রী, পাঁচজন ক্যাবিনেট স্তরের মন্ত্রী, তিনজন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত রাজ্যের মন্ত্রী এবং ১২ জন রাজ্যের মন্ত্রী অন্তর্ভুক্ত আছেন। আমাদের প্রতিবেদক জানিয়েছেন, নতুন মন্ত্রিসভার মধ্যে তিনজন নারী নেতা আছেন, যার মধ্যে রিভা বে জাডেজাও অন্তর্ভুক্ত।
রাজনৈতিক মহলে খবর পাওয়া গেছে, প্রধানমন্ত্রীর ছাড়া পূর্ববর্তী মন্ত্রিসভার সমস্ত সদস্য গতকাল পদত্যাগ পত্র জমা দিয়েছেন। নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের মধ্য দিয়ে রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক কাঠামো পুনর্গঠিত হলো।





