top of page

ত্রিপুরায় হঠাৎ সক্রিয় টিএমসি, ৩৬ সিপিআই(এম) নেতা দলে যোগ

  • Writer: Haduk
    Haduk
  • Oct 17
  • 1 min read
ree

ত্রিপুরায় দীর্ঘ সময় রাজনৈতিক স্তব্ধতার পর হঠাৎ তৃণমূল কংগ্রেস (টিএমসি) সক্রিয় হয়েছে। শুক্রবার দলটি কাদমতলা-কুর্তি বিধানসভা এলাকা ও দক্ষিণ ত্রিপুরার সোনাচড়ি অঞ্চলের ৩৬ জন সক্রিয় সিপিআই(এম) সদস্যকে দলে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে।


নতুন সমর্থকদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল নেতা শান্তনু সাহা। তিনি বলেন, “এই নিবেদিত কর্মী ও নেতাদের শক্তিতে আমরা রাজ্যের স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই চালাব।”


টিএমসির হঠাৎ সক্রিয়তা রাজ্যের রাজনীতিতে সমালোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ সময়ের নিস্ক্রিয়তার পর এই পদক্ষেপের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন উঠছে। তবে টিএমসির উচ্চপর্যায়ের সফর ও প্রকাশ্য প্রতিবাদ তার প্রাসঙ্গিকতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টার অংশ বলে মনে করা হচ্ছে।

 
 
bottom of page