top of page

সিপিএম পার্টি অফিসে হামলা: বিজেপিকে তীব্র আক্রমণ জিতেন্দ্র চৌধুরীর

  • Writer: Haduk
    Haduk
  • Oct 13
  • 1 min read
ree

ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা তথা সিপিএমের পলিটব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী সোমবার বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করেন যে, দক্ষিণ ত্রিপুরার পতিছড়িতে সিপিএম পার্টি অফিসে পঞ্চমবারের মতো হামলা চালানো হয়েছে। কয়েকদিন আগে ওই পার্টি অফিস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।


জিতেন্দ্র চৌধুরী সেদিন ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, “বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই অফিসে ইতিমধ্যে পাঁচবার হামলা হয়েছে। দু’বার দুষ্কৃতীরা অফিস লুটপাট করেছে। এবার শহিদ বেদিকেও রেহাই দেয়নি, যেখানে ১৯৮৮ সালের বীরচন্দ্র মনু হত্যাকাণ্ডে নিহত সিপিএম কর্মীদের স্মরণে বেদি নির্মিত হয়েছে। সেই বেদিতেও কাঁচা বোমা নিক্ষেপ করা হয়েছে।”


তিনি আরও বলেন, “বিজেপির এই হামলার সঙ্গে ১৯৮৮ সালের বীরচন্দ্র মনু হত্যাকাণ্ডের কোনও সম্পর্ক নেই। ওই সময় কংগ্রেস ক্ষমতায় ছিল। তবুও এখন বিজেপি আমাদের পার্টি অফিস ও কর্মীদের উপর হামলা চালাচ্ছে, যারা শুধুমাত্র শহিদদের স্মরণে এক সরল অনুষ্ঠান আয়োজন করতে চেয়েছিল।”


ইতিহাস বিকৃত করার অভিযোগ তুলে বিরোধী দলনেতা বলেন, “বিজেপি এখন নতুন কৌশল নিয়েছে— যাঁরা আমাদের কর্মীদের উপর হামলার সময় নিহত হয়েছিল, তাঁদেরকেই এখন নায়ক বলে প্রচার করছে। অথচ জীবদ্দশায় তাঁদের সঙ্গে বিজেপির কোনও সম্পর্কই ছিল না।”


ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সিপিএম দাবি করেছে, প্রশাসন নিরপেক্ষ তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করুক।

 
 
bottom of page